লালমনিরহাটের কালীগঞ্জে তেঁতুল গাছ থেকে পড়ে আয়নাল মিয়া (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল মিয়া ওই এলাকার বাসিন্দা।
কাকিনা ইউনিয়নের গোপালরায় (৪ নং ওয়ার্ড) ইউপি সদস্য আতাউজ্জামান রঞ্জ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের গাছ থেকে বিকালে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আয়নাল মিয়া।
এ সময় গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন আয়নাল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আয়নালকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।