রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

 রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দীন (৪০), পিতা-মোঃ আনা মিয়া, সাং-সোনা কাঠিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এর হেফাজত হতে ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ ৩০/১২/২০২২ তারিখ সন্ধ্যা ১৯২০ ঘটিকায় তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং দীর্ঘদিন যাবৎ সে যাত্রীবাহী গাড়ীসহ বিভিন্ন যানবাহনযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।