লালমনিরহাটে নানা আয়োজনে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার(১ জানুয়ারি ) লালমনিরহাট রেলওয়ে অফিসার ক্লাব চত্বর থেকে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমনের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সহস্রাধীক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে রেলওয়ে অফিসার ক্লাব প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহতাব আলী, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।