মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ মহোদয় মহম্মদপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।
রবিবার (১জানুয়ারি’ ২০২৩) সকালে মহম্মদপুর উপজেলা চত্বরে প্রবেশ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু আব্দুল্লাহেল কাফি ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, মহিলা ভাইচ-চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় তিনি ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবনের শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এরপর যাদের জমি নেই, বসত বাড়িও নেই উপজেলার এমন সব ভূমিহীন ও গৃহহীন ১৩১টি পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর স্থায়ী ঠিকানা। শুধু ঠিকানা নয়, এরপর তাদের খোঁজ খবর, সুযোগ সুবিধাসহ দেখাশোনা করেন প্রশাসনের পক্ষ থেকে।
নতুন বছরের প্রথম দিন আশ্রয়নের বাসিন্দাদের খোঁজ খবর নিতে মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া আশ্রয়নে আসেন তিনি। পরে আশ্রয়নের বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি তাদের প্রত্যেক পরিবারের হাতে কম্বল তুলে দেন এবং একটি সমবায় সমিতির নিবন্ধন সনদ তুলে দেন। এরপর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।