নতুন বছর নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, নানা ব্যস্ততার মধ্যদিয়ে কেটে গেল একটি বছর। এই এক বছরের হিসাবনিকাশ করতে বসলে দেখা যাবে, অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হাতে ধরা দেয়নি; যা নিয়ে আশার জাল বুনেছিলাম।

এটাই নিয়ম; যে নিয়মে জীবন প্রবাহ চলতে থাকে। তার চেয়ে বড় বিষয়, ফেলে আসা সময় অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ইংরেজি নতুন বছরে আমার এটাই চাওয়া, ফেলে আসা দিনগুলোয় যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি

। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক- এই প্রত্যাশা সব সময়ের। এদিকে নতুন বছরে জ্বলে ওঠার আভাস আগেই দিয়েছেন জয়া আহসান। কারণ গত বছরের শেষ দিকে তিনি নাম লিখিয়েছেন বলিউডে।

‘করক সিং’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে আছেন পঙ্কজ ত্রিপাঠি। ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।