মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ র্যাবের অভিযানে নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর এলাকা থেকে ১শ ১০লিটার চোরাই মদসহ শ্রী মনোরঞ্জন সরকার নামের ১জ যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ৬টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত নরেশ সরদারের ছেলে শ্রী মনোরঞ্জন সরদারকে আটক করে।
র্যাব আরও জানান, সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় চোরাইমদ মাদকসেবীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের পূর্বক সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।