বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়ছে পুরানো গরম কাপড় বিক্রির হিড়িক। উপজেলার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে, গ্রাম অঞ্চলের বাজারে অস্থায়ী পুরানো গরম কাপড়ের দোকানগুলোতে সারা দিন ভিড় লেগেই থাকে।
অল্প দামে ভালো মানের গরম কাপড় মেলায় এ সকল দোকানে বেঁচাকেনাও ভালো হয়। পৌর বাজরের থানার মোড় এলাকায় রাস্তার পাশে পুরানো কাপড়ের দোকানগুলোতে সব সময় জমজমাট থাকে। রবিবার হাটের দিনে প্রচুর ভিড় লক্ষ করা গেছে।
পুরানো গরম কাপড় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শীতের শুরু, অগ্রহায়ণ মাস থেকে গরম কাপড়ের চাহিদা শুরু হয়ে মাঘ মাসের শেষ পর্যন্ত প্রচুর বেঁচাকেনা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বোয়ালমারী থানার মোড় এলাকায় রোডের দুই পাশে কম পক্ষে ২০জন কাপড় বিক্রিতা রয়েছে।
পুরানো কাপড়ের ব্যবসায়ীরা জানান, বোয়ালমারী পৌর শহরে তারা মোট ২৫-৩০ জন বিক্রেতা শহরের বিভিন্ন জায়গায় পুরানো কাপড় বিক্রি করেন। এসব দোকানে আগে শুধুমাত্র অল্প আয়ের মানুষ ছুটে আসতো কাপুড় কিনতে, অল্প দামে ভালো মানের কাপুড় পাওয়ায় ধনী-গরিব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই ছুটছেন এসব দোকানগুলোতে কাপুড় কিনতে।
শুধু ক্রেতারাই নয়, উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে কাপড়ের পাইকাররাও ছুটে আসছেন এ কাপুড় কিনতে। তারা কাপুড়ের গাইট কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। ফলে এ ব্যবসার সাথে বোয়ালমারীর অনেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের থানা মোড় এলাকায় বাঁশ, পলিথিন দিয়ে বানানো হয়েছে পুরানো কাপড়ের দোকান। সেখানে ২ সারিতে রয়েছে প্রায় ২০টি দোকান। সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এসব দোকান।
তবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা তাঁদের চাহিদা অনুযায়ী দেখে-শুনে কিনে নিচ্ছেন এ সকল পোশাক। এসব দোকানে তরুণ ক্রেতা বেশি। বোয়ালমারীর বাসিন্দা, ব্যবসায়ী মো. ফারুক বিশ্বাস বলেন, গরম কাপড়ের ব্যবসা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এর মাধ্যমে অনেকের জীবিকা নির্বাহের পথ প্রসারিত হয়েছে। পুরনা এসব কাপড় আসায় সব শ্রেণীপেশার মানুষ শীত নিবারণের পথ খুঁজে পেয়েছে।
বোয়য়ালমারী বাজারের ইলেকট্ররি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, এ বছর পুরান গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতার সংখ্যা কম হলেও বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতা উপচে পড়া ভীর দেখা যায়। কম দামে ভালো মানের কাপুড় পাওয়া যায় এ সকল দোকানে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।