সিলেটে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে গলায় ওড়না পেঁচিয়ে এক নবজাতকের মা আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি গ্রামে এ ঘটনা ঘটে, মৃত রুনা আক্তার (২০) ওই ইউনিয়নের মাকরদি গ্রামের দিলন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, দুই বছর আগে পলমাটি গ্রামের শাহিন মিয়ার মেয়ের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী মাকরদি গ্রামের দিলন মিয়ার।
বিয়ের পর দুজনের সংসার ভালোই চলছিল। কয়েকমাস আগে বাবার বাড়িতে আসেন রুনা আক্তার, সেখানে ছয় দিন আগে তিনি একটি সন্তানের জন্ম দেন।
পরে শুক্রবার দুপুরে হঠাৎ করেই রুনা তার বাবার বাড়িতেই নবজাতককে বিছানায় রেখে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।