বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের সাতৈর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. বাচ্চু মোল্যা (৪৫)।
সে উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির কাজ করতো।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাচ্চু মোল্যা পেশাগত কাজ শেষ করে মোটরসাইকেলযোগে সাতৈর ইউনিয়নের জয়নগর থেকে একই ইউনিয়নের প্রেমতারা গ্রামের নিজ বাড়ি আসছিল।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহীশালা বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, বাচ্চু মোল্যাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন ইসলাম বলেনন, তার পরিবার বিনা ময়না তদন্ত ছাড়া লাশ পাওয়ার জন্য করেন ওসি স্যার বরাবর। তাদের আবেদনের ভিত্তিতে লাশ তার পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।