তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে নানার কাছে টাকা চেয়ে না পাওয়ায় মাদকাসক্ত এক যুবক শয়ন কক্ষের ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। নিহত যুবকের নাম ইমন (২৮) সে তানোর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড সিন্দুকাই মহল্লার গ্রামের মৃত ইনছান আলীর পুত্র।
গত ৭ জানুয়ারী শনিবার দিবাগত রাতে তানোরের সিন্দুকাই মহল্লায় এই ঘটনা ঘটেছে। পরদিন রোববার সকালে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পেয়ে দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের বাড়ি তানোর পৌর এলাকার সিন্দদুকাই। মহল্লায়।ঘটনার সকালে নানার কাছে থেকে টাকা চান ইমন। কিন্তু নানা টাকা দিতে না চাইলে ইমন রাগান্বিত হয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।