লক্ষ্মীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শওকত হায়াতের উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার(০৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে পিয়ারাপুর গ্রামের নিজ বাড়িতে এসব শীতবস্ত্র বিতরন করেন যুবলীগ নেতা শওকত হায়াত।
এই সময় যুবলীগ নেতা শওকত জানান,কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেড় শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল মতিন মেম্বার, ইউপি সদস্য জসিম উদ্দিন পাহাড়ি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ঢালী, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক ম্যাগাজিন সম্পাদক, শাফায়াতুল আয়াত সোহাগ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ নিজাম, লাহারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সহ যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।