তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্নিচর গ্রামের হাফিজুর রহমানের ঘর বাড়ি ভেঙ্গে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ হাফিজুর রহমান বাদি হয়ে ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসিবুল হাসান (৩৫) ও আলাউদ্দিন মেম্বর (৫০) সহ ২৮ জনের নামে মামলা করেছে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ৮।
মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে শুক্রবার পাঠিয়েছে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘর ভাঙ্গার ঘটনায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গগত গত মঙ্গলবার সকালে ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বর ও ময়না ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসিবুল হাসান লোকজন, লাঠিসোঠা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হাফিজুর রহমানের বসত ঘর ভাংচুর, আধা পাকা ঘরের টিন, বেড়া, ইট খুলে গাড়িতে করে নিয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।