তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে আগামী বুধবার (১৮ জানুয়ারী) বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন লাল মনিরহাটের হযরত মাত্ত: ফিরোজ আহমাদ সিদ্দিকী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন পর্তুগালের হযরত হামজা (রা:) মসজিদের প্রধান খতিব হযরত মাত্ত: ইদ্রিস খাঁন, হযরত মাত্ত: মহাম্মদ আলী, হযরত মাত্ত: আবু মুসা আশায়ারী, মাত্ত: ইমরান হোসাইন ফরিদী।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্তুগাল প্রবাসি তেলজুড়ী গ্রামের বাসিন্দা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মো. আবুল কালাম আজাদ। সভাপতিত্বে করবেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো. আলেক শরীফ, মাহফিল পরিচালনা করবেন অত্র মসজিদের ইমাম হযরত মাওলানা জসিম উদ্দিন। সার্বিক সহযোগিতায় এলাকাবাসি ও এজেজামিয়া কমিটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।