এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ৮ বোতল বিদেশি মদ ও একটি ট্রাক জব্দ সহ আনন্দ কুমার সরকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দিবাগত রাতে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটক আনন্দ ঝিনাইদহ জেলার সদর উপজেলার চাকলাপাড়া গ্রামের মৃত দুলাল সরকারের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন খবর পেয়ে, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামস্থ পোর্ট এরিয়ার ২২ নং কাঁচা মাল রপ্তানির মাঠের গেটের সামনে ঢালাই রাস্তার উপর হতে বিশেষ কায়দায় রাখা ট্রাকের দুই দরজার ভিতর থেকে ৮ বোতল বিদেশি মদ নেওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।