পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামে বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে তার ছোট বোনও কিছুক্ষণের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তেজদাসকাঠির তালুকদার বাড়িতে বৃহস্পতিবার ভাই-বোনের জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ঢাকার শান্তিবাগে নিজ বাসায় বুধবার রাত ১০টার দিকে বড় ভাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাফরুল হাসান (৭৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যৃবরণ করেন। ঢাকায় বসবাসকারী ছোট বোন মাহমুদা বেগম (৫০) বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ভাইয়ের বাসায় ছুটে আসেন। এ সময় বোন মাহমুদা বেগমের আর্তনাদে একপর্যায়ে তিনিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একসঙ্গে ভাই ও বোনের মৃত্যুতে তাদের নিজ বাড়ি তেজদাসকাঠি তালুকদার বাড়িতে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়।