আব্দুল কাইয়ুম,জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় স্বামীর বাড়ি থেকে পারভিন আক্তার মুনি (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ওই গৃহবধূ ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের মোকছেদ আলীর মেয়ে গত ২২জনুয়ারী ২০২৩ রাতে এ বিষয়ে থানায় জিডি করেছেন গৃহবধূর বাবা মোকছেদ আলী এর আগে গত ২১ জানুয়ারী জেলার বানিয়াপাড়া গ্রামে রাত্রি ৮টার সময় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ।
গৃহবধূর বাবা ও তার আত্ময়ী স্বজন বলেন, আমর মেয়ে পারভিনের সঙ্গে জামাই সামীমের সংঙ্গে ৭বছর আগে বিয়ে হয়। জয়পুরহাট সদর বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফেজু মোস্তাকিমের ছেলের৷
গত (২১জানুয়ারী) মেয়ে জামাই সামীম নিকোজের বিষয়ে কিছুই বলেনি৷ আমাদের এক আত্নয়ী বলেন আপনাদের মেয়ে পারভিন কাউকে কিছু না জানিয়ে গত ২১জানুয়ারী স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেছেন। এ কথা শুনে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করেছি। কিন্তু কোথাও মেয়ে পারিভিনকে খোঁজ পাইনি। এ ঘটনায় গত ২২জানুয়ারী জয়পুরহাট সদর থানায় জিডি করেছি।
নিখোজ পারিভিন গৃহবধূর এক আত্মীয় বলেন, পারভিন নিখোঁজ হওয়ার এক দিন পর আমাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে পারভিনের স্বামী সামীমের উচিত ছিল থানা-পুলিশের সাহায্য নেওয়া। কিন্তু তিনি তা না করে নীরব ভূমিকা পালন করছেন। আমাদের সন্দেহ মেয়েকে সামীম গুম করেছে৷
এ বিষয়ে সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন নিখোজের বিষয় একটি জডি হয়েছে এস আই জিয়াউর রহমান জিডির সূত্র ধরে তদন্ত চলছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।