পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের বয়স ৪২ বছর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুই বছর আগে। যতদিন ক্রিকেট খেলেছেন দাপটের সঙ্গেই খেলেছেন।
পাকিস্তান ক্রিকেটের এই ‘প্রফেসর’ সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন। ব্যাচেলর ডিগ্রি করতে চান তিনি। খবর জিও নিউজের। এতোদিন অবশ্য ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে পড়াশোনা করতে পারেননি। অবশেষে ‘প্রফেসর’ খ্যাত এই তারকা করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হেলথ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (এইচপিইএসএস) বিভাগে ব্যাচেলরে ভর্তি হন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। তিনি সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খালিদ মাহমুদ ইরাকি ও এইচপিইএসএস চেয়ারম্যান প্রফেসর ড. বাসিত আনসারির সঙ্গে।
এ নিয়ে করাচি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের সরকারি খাতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে উচ্ছ্বসিত হাফিজ। তিনি আশা করেন এইচপিইএসএস তার উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণে সহায়তা করবে। করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশা, সাবেক পাকিস্তান অধিনায়কের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।