সাইফুর নিশাদ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলায় গতকাল শনিবার ৪ই জানুয়ারি দুপুর দেড়টার দিকে বেলাব বাজারের কাছে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে ইয়াসিন(০৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
গতকাল সহপাঠীদের সাথে গোসল করতে নামলে সেখান থেকে আর হদিস মিলছে না তার। এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত নিখোজ শিশু উদ্ধার হয়নি। সে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের বত্রিশ গ্রামেএ রাসেল মিয়ার ছেলে। সে তার নানার বাড়িতে বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামে রইস উদ্দিনের সাথে থাকতো।
ঘটনাটি সম্পর্কে স্থানীয়রা জানান, দুপুরের দিকে শিশু ইয়াসিন তার বয়সী কয়েকজনের সাথে নদে থাকা একটি ডিঙ্গি নৌকায় করে নদীর মাঝ বরাবর গিয়ে গোসলের জন্যে ঝাপ দেয়।এর কিছুক্ষন পরেই শিশুটি পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে নদে তল্লাসি শুরু করেন স্থানীয়রা। কিন্তু ব্যার্থ হয়ে টাঙ্গাইলের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বেলাব ফায়ার সার্ভিস ও বেলাব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো: ইয়াসির বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন তারা। শিশুটিকে না পেয়ে ডুবুরিকে খবর দেওয়া হয় । এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।