শেষ মুহূর্তে শো বাতিল করতে বাধ্য হলেন কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। গায়ক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছেন। শুক্রবার পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল নচিকেতার।
কিন্তু অসুস্থতার কারণে সড়কপথে ৩৫০ কিলোমিটারের দীর্ঘ ভ্রমণ করা তার পক্ষে সম্ভব হবে না বলে ভিডিও বার্তায় জানান তিনি। নচিকেতা আরও জানান, চিকিৎসকও আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। তবে কী অসুখে ভুগছেন, ৪০ সেকেন্ডের ভিডিও বার্তায় সেটা জানাননি গায়ক।
পূর্বনির্ধারিত অনুষ্ঠানে না যেতে পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নচিকেতা বলেন, আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি, শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু আমি পরে ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করব। নিজের সমস্যা প্রসঙ্গে আয়োজকদের জানালেই শিল্পীর শো বাতিল করেছেন আয়োজকেরা।
এক বিজ্ঞপ্তিতে তারা আরও জানিয়ে দেন, নচিকেতার পরিবর্তে এ অনুষ্ঠান করবেন বাবুল সুপ্রিয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।