প্রায় ২৫ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে একটি ‘কুছ কুছ হোতা হ্যায়’। যে সিনেমায় ছিল শাহরুখ খান ও কাজল। এ ছাড়াও আরও একজন ছিল এ সিনেমায়। যে সারারাত আকাশের তারা গুনত। মনে আছে ছোট্ট সেই সর্দারের কথা?
সেই ছোট্ট পাঞ্জাবি সর্দারের কথা, যার নাম পারজান দস্তুর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা পারজানের সেই দৃশ্যগুলোর একটি ভিডিও পারজান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পিন পোস্ট করে রেখেছেন। সেই ছবিতে শাহরুখের কোলে থাকা সেই পারজান দস্তুর এখন আর ছোট নেই। বছর দুই আগে বিয়েও সেরে নিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ‘পাঠান’। সিনেমাটি বক্স অফিসের অনেক রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করেন পারজান। ছবির ক্যাপশনে তিনি লেখেন- ‘যখন পাঠানের সঙ্গে পারজানের সাক্ষাৎ’ এই ক্যাপশনে ছবিটি শেয়ার করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।