অমল কৃষ্ণ পালিত, যশোর: গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা এলাকায় যশোর ডিবির এসআই মোঃ সোলায়মান আক্কাস ও এস আই শফিউর রহমান জুয়েলের নেতৃত্বে এক অভিযানে ৮০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

আটককৃত আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার শিকড়ী পশ্চিম পাড়ার আ: গফুরের ছেলে আক্তারুল ইসলাম (৩৪), অপর আসামি হলেন শার্শা থানার পাঁচ ভুলট গ্ৰামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০) ।

রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোর জেলা গোয়েন্দা সংস্থা। এসংক্রান্তে এস আই সোলায়মান আক্কাস বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামি দ্বয়কে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।