বাবা
শিলা মনি
বাবা তুমি আমার জান,
তুমি আমার প্রান,
তুমি আমার,
সৃষ্টির সেরা উপহার।
বাবা আছে যার,
পৃথিবী আছে তার।
বাবার মুখের মুচকি হাসিতে,
ফুরিয়ে যায় সব দুঃখ,
বাবা হলো,
মোমবাতির মতো।
বাবা নিজে জ্বলে,
আমাদের আলোকিত করে।
বাবা তোমাকে পেলে,
ভুলে যাই সব দুঃখ ব্যথা।
রিদয় জুরে আসে,
সুখের হাওয়া।
তোমায় নিয়ে ঘিরে আছে,
আমার নিঃশ অনুভূতি।
অনুভব করছি বাবা,
আমার মনে প্রানে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।