নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সরকার বিরোধী নাশকতায় পরিকল্পনার মামলার তিনজন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৬ই জানুয়ারী) গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হানাইল এলাকার কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত একই এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাইদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন।
পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ২৪ ই ডিসেম্বর সকালে ককটেল, লাঠি সহ শহরে নাশকতার উদ্যেশে বামনপুর শগুনা চারমাথায় এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়েত ও শিবির কর্মীরা। এসময় পুলিশ গিয়ে ৬ টি ককটেল সহ ১২ জনকে গ্রেফতার করে ও অনন্য জামায়েত ও শিবিরের নেতা কর্মীরা পালিয়ে যায়। ঐ মামলায় গ্রেপ্তারকৃত তিনজন আসামী পলাতক ছিলো। গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।