সংগীতে বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা ও পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের এ পুস্কারের আসর। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন।

সঙ্গীতের সবচেয়ে কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ এই পুরস্কারে এবারও জয়জয়কার পপকুইন বিয়ন্সের। ৯টি মনোনয়ন পেয়ে ৪ টি গ্র্যামি ঘরে তুলেছেন এই পপ সম্রাজ্ঞী। গ্র্যামি জিতেছেন হ্যারি স্টাইলস, অ্যাডেল, লিজোর মতো প্রত্যাশিত সঙ্গীত তারকারাও। বছরের শ্রেষ্ঠ পপ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী হ্যারি স্টাইলস।

বছরের সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘হারি’স হাউজ’-এর জন্য সেরা অ্যালবামের পুরস্কার জয় করেন এই গায়ক। ‘ইজি অন মি’ দিয়ে সেরা একক পপ ভোকাল জিতে নেন অ্যাডেল। এটি তার ক্যারিয়ারের ১৬তম গ্র্যামি। ‘অ্যাবাউট ড্যাম টাইম’ অ্যালবাম দিয়ে ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ ছিনিয়ে নিয়েছেন পপ তারকা লিজো।

বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বনি রাইটের ‘জাস্ট লাইক দ্যাট’। সেরা আরএন্ডবি গান নির্বাচিত হয়েছে বিয়ন্সের ‘কাফ ইট’। দিকে ‘আন ভ্যারানো সিন টি’ দিয়ে সেরা মিউজিকা আরবানা অ্যালবাম-এর গ্র্যামি দখল করেছেন ব্যাড বানি।

‘টিল ইউ কান্ট’ গানটির মাধ্যমে দেশ সেরা গানের পুরস্কার ঘরে তুলেছেন কোডি জানসন। উইলি নেলসনের ‘এ বিউটিফুল টাই’ জয় করে নিয়েছে দেশ সেরা অ্যালবামের কৃতিত্ব। ‘অল টু ওয়েল’ দিয়ে বছরের সেরা মিউজিক ভিডিওর গ্র্যামি ছিনিয়ে নেন টেলর সুইফট।

ব্রান্ডি চার্লির ‘ব্রোকেন হর্সেস’ সেরা রক পারফর্ম্যান্সের গ্র্যামি ঘরে তুলেছে। সেই সঙ্গে সেরা রক গান হিসেবেও গ্র্যামি জয় করে গানটি। সেরা নবাগত শিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন সামারা জয়। বছরের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের কৃতিত্ব অর্জন করেন মাসা তাকুমির ‘সাকুরা’।

সেরা র‌্যাপ পারফর্ম্যান্সের পুরস্কার ঘরে তুলেছেন ক্যান্ড্রিক ল্যামার, তার বছর সেরা ‘দ্য হার্ট পার্ট ৫’ দিয়ে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ৯১টি পুরস্কার জয় করেন বিভিন্ন তারকা শিল্পীরা।

বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত সন্ধ্যায় পারফর্ম্যান্স করে দর্শকদের মনোরঞ্জন করেছেন ব্যাড বানি, স্টিভ ঔন্ডার, লিজো, হ্যারি স্টাইলস, ম্যারি জে ব্লিজ, স্মিথ এন্ড পেট্রাস, স্টিভ লেসির মতো তারকারা।
বিনোদনহলিউড