বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে আয়োজনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। আলোচিত এই জুটির বিয়ে হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু রাজস্থানে প্রস্তুতি চলতে থাকা এই জুটির বিয়ে শেষ মুহূর্তে এসে একদিন পিছিয়ে গেছে। বিয়ে হবে একদিন পর অর্থাৎ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। খবর হিন্দুস্থান টাইমসের।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিয়ের নতুন তারিখ অনুযায়ী ৬ ফেব্রুয়ারি হবে তাদের গায়ে হলুদ। কাল অর্থাৎ সোমবার হবে বিয়ে। জানা গেছ, এরই মধ্যে রাজস্থনে সূর্যগড় ফোর্টে আসা শুরু করেছেন বিয়ের অতিথিরা।
তবে সবাই এখনও পৌঁছাতে পারেননি। সেই পরিস্থিতি মাথায় রেখেই দুজন মিলেই সিদ্ধান্ত নিয়ে বিয়ের তারিখ একদিন পিছিয়ে দিয়েছেন। তবে মূল অনুষ্ঠান একদিন পিছিয়ে গেলেও বেশ আনন্দ-আয়োজন চলছে বিয়ের ভেন্যুতে।
তাদের বিয়েতে পরিবার-পরিজন ছাড়াও বলিউডের তারকারা অংশ নেবেন। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন শহীদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, আকাশ আম্বানির মত তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।