বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে গিয়ে চোটাক্রান্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার ইনজুরির আপডেট জানাতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএল খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, কুচকির পুরোনো চোট নিয়ে তামিম ইকবাল একটু সমস্যায় আছে। আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে।
মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের এই টিম ডিরেক্টর আরও বলেন, যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তু আগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।