রাজধানী ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর বুধবার সকালে তালিকার পঞ্চম স্থানে দেখা যায় ঢাকাকে। এ সময় ঢাকার স্কোর ছিল ১৭৭। আর সে সময় তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে ছিল ইউরোপের দেশ পোল্যান্ডের ক্রাকো শহর।
বুধবার সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়। সকাল সোয়া আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা যায়, সবচেয়ে দূষিত ১০টি শহরের নয়টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের লাহোরের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে- মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু।
শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।