চাঁদপুরে ১৭ বার বিভিন্ন ইন্টারভিউতে অকৃতকার্য হয়ে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পুলিশ সুপারের স্বাক্ষর ও সীলমোহর জাল করেছে মো. ইয়াসিন নামে এক যুবক। এ ঘটনায় ইয়াসিনসহ সীলমোহর তৈরির সঙ্গে জড়িত আরও একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে তাদের হাজির করা হয়। আটককৃতরা হলেন- জেলার শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের আবুল হাশেমের ছেলে মো. ইয়াসিন ও হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ওমর ফারুক। চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনা সত্যতা স্বীকার আটক ইয়াসিন জানান, জনৈক কারারক্ষীর সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। পরে ৮ লাখ টাকায় পুলিশে চাকরি দেয়ার চুক্তি হয়। ইতোমধ্যে তিন লাখ টাকাও পরিশোধ করেছেন ওই কারারক্ষীকে। উল্লেখ্য, চাঁদপুর জেলা পুলিশে কনস্টেবল পদে ৯৩ জনকে নিয়োগ দেয়া হবে মর্মে বিজ্ঞপ্তি দেয়া হয়। এ নিয়োগ পরীক্ষায় তিন হাজারের বেশি প্রার্থী অংশগ্রহন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।