ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানায় এস,আই হারুনের নেতৃত্বে ৭০ পিচ ইয়াবা সহ হাসান আলী (৩০)কে গ্রেপ্তার করে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই হারুন সঙ্গীয় ফোর্স সহ কচু বাড়ি দেবোত্তর পাড়ায় সুমনের বাড়িতে অভিযান চালায়।সেখানে হাচান আলী ছাড়াও আরো কয়েক জন ছিলো বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
হাচান আলী (৩০) ৫নং বালিয়া ইউনিয়নের (বড় বালিয়া) জোদ্দার পাড়ার আলম সর্দারের ছেলে। দীর্ঘ দিন ধরে ইয়াবা সহ মাদক কেনা বেচার সাথে জড়িত এবং ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে একবার গ্রেপ্তারও করেছিলেন।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান বলেন, মাদক,জুয়া সহ যে কোনো অপরাধে যে ব্যাক্তিই জড়িত থাকবে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো এবং আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আর মাদকের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।