তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. বিল্লাল মোল্যাকে (৪০) গ্রেপ্তার করেছে। বিল্লাল মোল্যার নামে জিআর মাদক মামলার ৬ মাসের সাজার ওয়ারেন্ট রয়েছে। তার বাড়ি উপজেলার আরাজি বারখারদিয়া গ্রামে।
এসআই আবুল বাশার জানান, বিল্লাল মোল্যার নামে একটি মাদক মামলায় ৬ মাসের সাজা ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড রয়েছে।
সাজার পর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, বুধবার আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।