এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে গতবারের চেয়ে ফলাফল খানিকটা খারাপ হয়েছে এই শিক্ষাবোর্ডের। গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৯৮.১১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২০ হাজার ৮৭৮ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু। সমীর কুমার কুন্ডু বলেন, গত বছর তিনটি সাবজেক্টে পরীক্ষা হওয়ায় পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা অনেক বেশি ছিল। এবার সব সাবজেক্টে পরীক্ষা হওয়ায় ফলাফল একটু খারাপ হয়েছে।
এবার যশোর বোডের্র আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৬। তবে এ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। এবার যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।