ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি ফলাফলে অকৃতকার্য হওয়ায় আফরিন আক্তার নামে (১৮) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে আড়াইটায় নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। সে এবার ডি.কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন্জুর হক বলেন, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। তার বাবা বাসায় ছিলনা৷ সে রেজাল্ট শোনার পর বাসায় এসে উড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। পরে তার ছোট বোন গোসল করে রুমে গিয়ে দেখে সে ছটফট করে। তাকে নামানোর পর সে মারা যায়।
ঘটনাটির সতত্যা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে৷ সে ক্ষোভের কারনেই হয়তো আত্মহত্যা করেছে। পরে আরো বিস্তারিত বলা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।