রাজধানীর মধ্যবাড্ডায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকা সাদিয়া খাতুন (১৪) আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় সাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, নিহত সাদিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আড়াইবাড়িয়ার হোসেন আলীর মেয়ে। পরিবারের সঙ্গে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলি এলাকায় শান্ত মিয়ার বাসায় ভাড়া থাকতেন সাদিয়া।
সাদিয়ার বাবা হোসেন আলীর বরাতে পুলিশ জানিয়েছে, সাদিয়া স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ছিলেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ সাদিয়া জানতে পারেন, তার প্রেমিক অন্য জায়গায় বিয়ে করছেন; বিষয়টি জানার পরই সাদিয়া বিষপান করেন। এতে সাদিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।