চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর খেলা। ইতোমধ্যে শেষ হয়েছে লিগ পর্ব। রবিবার থেকে শুরু হচ্ছে প্লে-অফের খেলা। মাঠের খেলায় যেমন বাড়তে চলেছে উত্তেজনা তেমনি বেড়ে গেল প্লে-অফের টিকিটের দামও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে শনিবার টিকিটের নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।
বিপিএলের প্লে-অফের টিকিটের নতুন করে নির্ধারিত মূল্য অনুযায়ী সর্বনিম্ন টিকিটের দামে ১০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে। লিগ পর্বে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ টাকা। প্লে-অফের জন্য নতুন নির্ধারিত দামে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। লিগ পর্বে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ছিলো সর্বোচ্চ ১৫০০ টাকা, প্লে-অফে যা বেড়ে হয়েছে ২০০০ টাকা।
এছাড়া, নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা এবং ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের নতুন মূল্য নির্ধারিত হয়েছে ১৫০০ টাকা।
শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে আজ এবং ম্যাচের দিন পাওয়া যাবে বিপিএলের প্লে-অফের টিকিট। টিকিট বিক্রি হবে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।