বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের পিতা মরহুম এম এ গফুর চৌধুরী’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের সরকার বাড়িতে দুরুদ শরিফ পাঠ করে মরহুমের হৃহের আত্মাত মাগফিরাত কামনায় মোনাজাত শেষে এক মোদ্নভোগের আয়োজন করা হয়। এতে হবিগঞ্জ, নবীগঞ্জ, সিলেট সহ বিভিন্ন স্থান থেকে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অন লাইন সম্পাদক ও সাংবাদিকদের এক মিলন মেলায় পরিনত হয়েছিল। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নাহিজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ,
সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, অর্থ সম্পাদক নুর উদ্দিন, সাংবাদিক তারেক আহমেদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, যুগ্ন আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সহ সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি সারোওয়ার শিকদার, সাবেক মেম্বার আফিজ উদ্দিন, গুলেমান খা, মোঃ তফজ্জুল হোসেন, সহ নানান শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে বাদ ঐশা মরহুমের বাড়িতে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বায়তুল আমান জামে মসজিদের ঈমাম শেখ আবুল খায়ের সহ আরো ৪ মসজিদের ঈমামদের যৌথ পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। উক্ত মিলাদ মাহফিলে মরহুম আঃ গফুর চৌধুরী ও মরহুম আঃ রহিম চৌধুরী সহ সকল মরহুমদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দুরুদ শরীফ শেষে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকল মুসল্লিদেরকে শিরনী বিতরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।