সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিষ্ঠানটি একাধিক অফিসার ক্যাডেট নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদসংখ্যা : নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উত্তর পরীক্ষার বিজ্ঞান শাখা থেকে পদার্থ এবং সাধারণ গণিতে ন্যূনতম ’এ’ গ্রেডসহ জিপিএ-৪.৫০ হতে হবে।
যে সকল সুবিধা থাকছে : বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ তাবাসসমূহে সামরিক-সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। বাসস্থান ও রেশন নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, নিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিমান বাহিনী কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।
আবেদন ফি : ১,০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।