ঢাকাই সিনেমার ইতিহাসে ‘দাঙ্গা’ একটি সফল নাম। এটি ১৯৯২ সালের ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল। পরিচালনা করেছেন কাজী হায়াৎ।
নায়িকা সুচরিতার সঙ্গে নায়ক ছিলেন প্রয়াত জনপ্রিয় নায়ক মান্না। এ সিনেমা মুক্তির ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরও ‘দাঙ্গা’র মতো আরও একটি সিনেমার অপেক্ষায় আছে সুচরিতা। কারণ, দাঙ্গায় অভিনয়ের জন্য এখনো সাড়া পান তিনি।
সুচরিতা বলেন, ‘ত্রিশ বছর আগে দাঙ্গা সিনেমাতে অভিনয় করেছিলাম। সিনেমার গল্প, সবার আন্তরিক অভিনয় এবং পরিচালকের নির্দেশনা সব মিলিয়ে অনবদ্য হয়েছিল। মনে আছে সেই সময় ফজলে আহমেদ বেনজীর ভাইয়েরও একটি সিনেমা মুক্তি পেয়েছিল। দর্শক দাঙ্গা সিনেমা দেখার জন্য হলে হলে ভিড় করেছিল। তখন তো আসলে সিনেমা হলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথও ছিল না। তাই দর্শকও হলে গিয়ে সিনেমা উপভোগ করতেন।
এখনো নানা অনুষ্ঠানে বা কোথাও দর্শকের সঙ্গে দেখা হলে কথা হলেও দাঙ্গা সিনেমার কথা বলে থাকেন। পাশাপাশি হাঙ্গর নদী গ্রেনেড সিনেমাসহ আমার অনেক সিনেমার কথাই দর্শক বিশেষভাবে উল্লেখ করে থাকেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।