বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সোমবার এক বিবৃতি দিয়ে শাস্তির বিষয়টি জানায় বিসিবি। আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী খেলার স্পিরিট ভঙ্গ করায় তার ম্যাচ ফির ৩০ শতাংশ কাটার পাশাপাশি ২টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ফরচুন বরিশালের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে এই ঘটনা ঘটে। বরিশালের দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে শেষ চার বলে খুলনার প্রয়োজন ছিল ৪ রান। এ সময় টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে গেলে দেখা যায় সুজন ধূমপান করছেন। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে। ম্যাচটি শেষ পর্যন্ত খুলনা জেতে ৪ উইকেটে।

অনফিল্ড আম্পায়ার আমি আমান রাজন, রবীন্দ্র ভিমালাসারি, তৃতীয় আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ ম্যাচ অফিসিয়াল মাহফুজুর রহমান লিটু সুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি দেবব্রত পাল সুজনকে এই শাস্তি দেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।