ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। তবে দীর্ঘ দিন ধরে প্রধান নারী চরিত্র নিয়ে নানা গুঞ্জন উড়ছে। শুরুতে শোনা যায়, কিয়ারা আদভানির নাম। তারপর আলোচনায় আসেন রাশমিকা মান্দানা। গত বছরের শেষ লগ্নে জোর গুঞ্জন চাউর হয়, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন।

সম্প্রতি দক্ষিণী সিনেমায় জাহ্নবীর অভিনয় নিয়ে আলোচনা জোরালো হয়। কিন্তু জাহ্নবীর বাবা বনি কাপুর জানান, এখনো কোনো দক্ষিণী সিনেমায় চুক্তিবদ্ধ হননি তার কন্যা জাহ্নবী। এদিকে ফের খবর উড়ছে, কোরাতলা শিবার সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করবেন জাহ্নবী।
একটি সূত্র পিংকভিলাকে বলেন, ‘‘গত ৬ মাসে অনেক নায়িকার সঙ্গে কথা বলেছে ‘এনটিআর ৩০’ টিম। অবশেষে জাহ্নবী কাপুরকে প্রধান নারী চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। কোরাতলা শিবার নির্দেশনায় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন জাহ্নবী। খুব শিগগির ফটোশুটে অংশ নেবেন জাহ্নবী-এনটিআর।’’

একটি সূত্র তেলেগু সিনেমা ডটকমকে বলেন— ‘এ সিনেমায় কাস্ট করার জন্য জাহ্নবী কাপুরের সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক কোরাতলা শিবা। এরই মধ্যে জাহ্নবীর সঙ্গে আলোচনাও করেছেন তিনি। প্রাথমিকভাবে কাজটি করার জন্য সম্মতি দিয়েছেন জাহ্নবী। এর আগে জাহ্নবী জানিয়েছেন, তার প্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সবকিছু ঠিক থাকলে বড় আয়োজন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।’