কলম্বিয়ার মাটিতে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে সেলেকাওরা। ব্রাজিলের যুবাদের ১২তম শিরোপা এটি। বোগোটায় অনুষ্ঠিত এবারের সাউথ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ ছিল ৩০তম আসর। এল কাম্পিনে আয়োজিত ফাইনালে ব্রাজিলের দুটি গোলই এসেছে শেষ দিকে। দুই দলের পাল্টা আক্রমণেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে উঠে সেলেকাওরা। ম্যাচ যখন ড্রয়ের পথেই এগোচ্ছিল তখন ব্রাজিল সফলতার দেখা পায় ৮৪ মিনিটে। কাইকি ব্রুনোর কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মিডফিল্ডার আন্দ্রে সান্তোস।। এতে করে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। টুর্নামেন্টে এটি সান্তোসের ষষ্ঠ গোল, যা যৌথভাবে সর্বোচ্চ। ১৮ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার গত মাসে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লিখিয়েছেন। ম্যাচের অতিরিক্ত মিনিটে আবারও ব্রুনোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার পেড্রো। ফলে ২-০ গোলে জয় পায় রেমন মেনেজেসের দল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।