তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী হত্যা মামলার আসামি সজিব শেখকে (২৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সজিব শেখের বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামে। আসামি সজিব শেখকে সোমবার (১৩ ফেব্রুয়ারী) ফরিদপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের জুন মাসের ৬ তারিখে সজিব শেখের সাথে ডিসিষ্ট রিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সজিব শেখ ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি ও মারধর করে আসে। চাহিদা মত যৌতুক না পেয়ে গত ২০২২ সালের ২৭ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে দশটার দিকে সজিব শেখ ও তার সহযোগিরা কীটনাশক রিনা আক্তারের মুখে ঢেলে দেয়। কীটনাশক না গেলা পর্যন্ত মুখ চেপে ধরে রাখে। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
২০২২ সালের ২ ডিসেম্বর রিনা আক্তারের অবস্থা আশাংকা জনক হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল করেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর রিনা আক্তারের পরিবারকে বিষয়টি জানায়। রিনা আক্তারের ভাই মো. সুজন ফরিদপুর হাসপাতালে গেলে সজিব শেখের পরিবার সেখান থেকে পালিয়ে যায়। সেখানে মৃত্যুর সময় রিনা আক্তার সব ঘটনা খুলে বলে তার ভাই সুজনের নিকট। গত ৪ জানুয়ারী রিনা আক্তারের ভাই সুজন বাদি হয়ে ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) ১১ (ক)/৩০ ধারায় বোয়ালমারী থানায় মামলা করেন।
মামলা নম্বর ১। মামলার পর থেকে সজিব শেখ পলাতক ছিল। সোমবার (১৩) ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটার দিকে মামলার প্রধান আসামি সজিব শেখকে রুপাপাত ইউনিয়নের বনমালীপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব বলেন, মামলার আসামি সজিব শেখকে গ্রেপ্তার করে সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।