তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে।
মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ (নিউরন)।
শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।
পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো ধরনের রোগ ব্যাধি হয়না।
পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।
এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।
আপনি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে Colorfull শব্দটি উচ্চারণ করেন তবে যে দেখবে তার কাছে মনে হবে আপনি তাকে i love you বলছেন।
মশা দূর করার ওষুধ আসলে মশা দূর করে না। এটি মশার সেন্সর অকার্যকর করে দেয়। ফলে আপনার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় মশা।