দ্বিতীয় স্বামীর সহায়তায় তৃতীয় স্বামীকে হত্যা ঘটনায় উম্মে হাবিবা কনা (৩৪) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকাল ৯টার দিকে যশোরের অভয়নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বামী আসলাম উদ্দিনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন হাবিবা।
বেলা সাড়ে ১১টায় র্যাব যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দিন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর থেকে র্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছে।
এই কর্মকর্তা জানান, তদন্তে এ হত্যাকাণ্ডে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসলামের স্ত্রী উম্মে হাবিবা কনা যশোরের অভয়নগরে আত্মগোপনে রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।