সম্প্রতি টুইটারের মালিক ইলন মাস্ক তার শিবা ইনু জাতের কুকুর ফ্লোকির একটি ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে সিইওর চেয়ারে বসে রয়েছে ফ্লোকি। ছবিতে ফ্লোকিকে টুইটার ব্র্যান্ডের কালো টি-শার্ট পরা দেখা যাচ্ছে। যার উপরে সিইও লেখা রয়েছে। তার সামনে টেবিলে তার পায়ের ছাপ-সহ কয়েকটি নথি পড়ে আছে। ফ্লোকির সামনে একটি টুইটার লোগো সহ একটি ছোট ল্যাপটপ রাখা হয়েছে।

বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়, টুইটারে ইলন মাস্ক লিখেছেন, ‘টুইটারের নতুন সিইও আশ্চর্যজনক’। অন্য একটি টুইটে তিনি যোগ করেছেন যে টুইটারের নতুন সিইও ‘অন্য’ লোকের চেয়ে অনেক ভালো।

অর্থাৎ তিনি প্রাক্তন টুইটারের সিইও পরাগ আগরওয়ালের কথা উল্লেখ করছেন। গত এপ্রিলে তিনি জানান, টুইটারের ৯ শতাংশের বেশি শেয়ার তিনি কিনে নিয়েছেন। এত শেয়ার কিনলে সাধারণত যেকোনও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার সুযোগ তৈরি হয়।

নিয়ম অনুসারে, তাকেও টুইটারের পরিচালনা পর্ষদের সদস্য হতে ডাকা হয়েছিল। কিন্তু এতে সাড়া দেননি তিনি। বরং তিনি টুইটার পুরোপুরি কিনে নেয়ার সিদ্ধান্ত নেন। প্রতিষ্ঠানটি ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে কিনে নেয়ার ঘোষণা দেন আলোচিত ধনকুবের।