ঐতিহাসিক যশোর রোড সম্প্রসারণের জন্য পশ্চিমবঙ্গের বারাসত থেকে বনগাঁ পর্যন্ত অংশে ৩০৫টি শতবর্ষী গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
২০১৮ সালে গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। বুধবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালত জানান, ৩০৬টি গাছ কাটার আগে দেড় হাজার গাছ লাগাতে হবে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। খবর- হিন্দুস্তান টাইমসের। উত্তর ২৪ পরগনার মানুষ কলকাতা তথা সারা ভারতের সঙ্গে সংযোগ রক্ষায় এই সড়কের ওপর নির্ভরশীল। আদালতের এই আদেশের মাধ্যমে যশোর রোড সম্প্রসারণ প্রকল্পের ওপর থেকে স্থগিতাদেশ সরে গেল।
যশোর রোড ভারতের ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক। মহাসড়কটি নাম বাংলাদেশের যশোর এলাকার নাম থেকে নেওয়া হয়েছে। ব্রিটিশ ভারতে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।