তুরস্ক ও সিরিয়ায় ৬ ফেব্রুয়ারি শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজারে দাঁড়িয়েছে।

তুরস্কের স্থানীয় গণমাধ্যম আনাদোলুর বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ ও মধ্যাঞ্চলের ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৩৬ হাজার ১৮৭ জন, আহত ১ লাখ ৮ হাজার ৬৮ জন। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫ হাজার ৮১৪ জন।

ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশে ১১ তম দিনেও চলছে উদ্ধার তৎপরতা।
ব্যাপক প্রাণঘাতী এ প্রাকৃতিক দুর্যোগের ৯ দিন পরও তুরস্কে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়।