স্বপ্নছোঁয়ার পর আবারো শফিক হাসানের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা ববি হক। শফিক হাসানের দ্যা ফ্রড (বাটপার) নামক এই সিনেমায় আজ (১৬ ফেব্রুয়ারি) তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, দ্য ফ্রড (বাটপার) সিনেমাটির কাজ আগামী সপ্তাহে গান রেকর্ডের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। গান রেকর্ডিং সম্পন্ন হলেই মার্চের শেষে দেশ এবং দেশের বাহিরে শুটিং করবো। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমকও থাকছে। খুব শীঘ্রই অন্যান্য শিল্পী-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দিবো।
লাবনী ফিল্মসের ব্যানারে ‘দ্য ফ্রড’ সিনেমার গান লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
উল্লেখ্য, শফিক হাসান পরিচালিত প্রথম ছবি স্বপ্নছোঁয়া, এতে ববির নায়ক ছিলো সাইমন সাদিক। এরপর শাকিব খান ও পরীমনিকে নিয়ে নির্মাণ করেছেন ধূমকেতু। মুক্তির অপেক্ষায় আছে বাহাদুরী নামে আরো একটি সিনেমা। দ্য ফ্রড সিনেমার পাশাপাশি ‘প্রেমময় পৃথিবী’ নামে আরো একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই নির্মাতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।