নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসী গ্রামে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত।

পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়,আজ দুপুরের দিকে লোহাগড়ার বাতাসী গ্রামের মান্নান শেখের বড় ছেলে মোঃ সালাউদ্দিন শেখ (৪৫) ও ছোট ছেলে জসিম উদ্দিন (মধ্যে জমি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পযায় ছোট ভাই জসিম উদ্দিন শেখ শাবল দিয়ে বড়ভাই সালাউদ্দিনের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে তারপর তার নাকে মুখে আঘাত করতে থাকলে মেঝ ভাই গিয়াসউদ্দিন (৪০) ঠেকাতে আসলে সেও আহত হয়।

প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সালাউদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

পথিমধ্যে ফুলতলা নামক স্হানে পৌছলে তিনি মারা যান।
পারিবারিক সুত্রে আরো জানাযায় সালাউদ্দিন পুলিশের উপপরিদর্শক হিসাবে মাগুরা জেলায় কর্মরত ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তশেষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টোর নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০