রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা হতে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ সোহেলকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা থেকে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ সোহেল (৩২), পিতা-মোঃ শাহ আলম, সাং-গুপটি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ০৬ টি নেটওয়ার্ক বুস্টার, ০৬ টি ইনডোর এন্টেনা, ০৬ টি আউটডোর এন্টেনাসহ ১৭/০২/২০২৩ তারিখ ১৭৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছে। সে বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। এসকল নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে আশপাশের নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকে বা পাওয়া যায় না। অন্যদিকে যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেসব জায়গায় বুস্টারের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করে থাকে। অপরাধী চক্রের সদস্যরা এই সুযোগে উক্ত ব্যবসায়ীর নিকট হতে এই নেটওয়ার্ক বুস্টার ক্রয় করে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এসকল অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের উপর র্যাবের অভিযান চলমান রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।