পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করার লড়াইয়ে বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে আনল রিয়াল মাদ্রিদ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ওসাসুনাকে তাদের ঘরের মাঠেই ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
এদিন একাদশে ছিলেন না করিম বেনজেমা, তার অনুপস্থিতি স্পষ্টই পরিলক্ষিত হয়েছে ম্যাচে। সুযোগ তৈরী করেও কাজে লাগাতে পারছিল না স্প্যানিশ জায়ান্টরা।
ওসাসুনার মাঠে দশম মিনিটেই প্রথম সুযোগ পায় রিয়াল। ওসাসুনার রক্ষণভাগকে কঠিণ পরীক্ষায় ফেলেন ভিনিসিউস। ব্রাজিলের গতিময় এই ফরোয়ার্ডের সাথে পেরে উঠেনি কেউ, তবে বাধা হয়ে দাড়ান গোলরক্ষক সের্হিও এরেরা।
দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ভিনিসিউসের শট। প্রথমার্ধে আরো একাধিক সুযোগ তৈরী করে রিয়াল মাদ্রিদ, সুযোগ আসে ওসাসুনার সামনেও। তবে ফলাফল আসেনি। এরই মাঝে বিরতিতে আগে আগে মনকায়োলার সঙ্গে বিতণ্ডায় জড়ান ভিনিসিউস। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যাহোক, গোলশূন্য স্কোরবোর্ডে বিরতিতে যায় উভয় দল।
বিরতির পর জালের দেখা পেয়ে যান ভিনিসিউস, তবে অফসাইডের ফাঁদে পড়ে গোলের দেখা মেলেনি। আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েও ভিনিসিউস কাজে লাগাতে পারেননি, ওসাসুনা গোলরক্ষককে একবারের জন্যও পরাস্ত করতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে ভিনিসিউস না পারলেও গোলের পথ দেখিয়ে দেন তিনিই। লুকা মদ্রিচের বাড়ানো বল ধরে কাটব্যাক করেন ভিনিসিউস। ছুটে গিয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ভালভারদে।
ফলে ৭৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। আর যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান স্প্যানিশ ফরোয়ার্ড আসেনসিও। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
এই জয়ে ২২ ম্যাচ খেলে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুই নাম্বারেই আছে রিয়াল, তবে ব্যবধান কমিয়েছে তারা। বিপরীতে এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সালোনা।
খেলাধুলাফুটবলরিয়াল মাদ্রিদ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।